Tuesday, April 9, 2013

ধর্মনিরপেক্ষতা মানে মানুষের সামনে আসলে কি বুঝাইতে চায় নাস্তিকগুলো???


1. রাজনীতিতে ধর্মের কোন প্রভাব থাকবেনা
(উত্তরঃ ইসলাম পূর্নাঙ্গ জীবন বিধান,সকল ক্ষেত্রে একজন মুসলিম যেই বিধান অনুযায়ী চলবে তা হল ইসলাম)।

2. ধর্ম হয় মানুষের রাষ্ট্রের আবার ধর্ম কিসের??
(উত্তরঃ যে,ভাষা হয় মানুষের রাষ্ট্রের আবার ভাষা মানে রাষ্ট্রভাষা আবার তাইলে কি??)

3. ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবেনা । রাষ্ট্রের আইন কানুন প্রনয়ন এর ক্ষেত্রে ধর্মের অনুশাসনের কোন প্রভাব থাকবেনা
(উত্তরঃ তাইলে এক কাজ কর কোন ক্ষেত্রে আইন প্রনয়নের আগে দেখ অন্য সব ধর্ম কি বলে এই ব্যপারে, তারপরে সব ধর্মের নির্দেশের বাইরে যেই অপশন থাকে ওইটাই আইন বানও। লক্ষ রাখ কোন ভাবেই যেন কোন ধর্মের সাথে মিলে না যায় আইন!! যেমন, চুরি করাকে ভালো কাজ হিসেবে আইন বানাও,কারনএইটা খারাপ কাজ বলা আছে প্রায় সব ধর্মগ্রন্থেই ।


No comments:

Post a Comment