Sunday, February 16, 2014

আপনার কি নামাযে মন বসেনা?

নামাযে মন না বসার এক নাম্বার কারণ হলো নামাযে আপনার খুশু ও খুযু (ভয় ও বিনয়) নেই।অথচ, খুশু ও খুজু সহ নামায পড়া “ফরয”।

নামাযে খুশু ও খুযু অর্জন করার অনেকগুলো উপায় আছে।

তার মধ্যে একটা হলো, আপনি যখন নামায শুরু করবেন তখন এমনভাবে দাঁড়াবেন যেনো আপনি আল্লাহ্‌কে দেখতে পাচ্ছেন।যদি এই অনুভূতি আনতে না পারেন তাহলে অন্তত মনে মনে এই ধারণা রাখবেন, অবশ্যই আল্লাহ্‌ আপনাকে দেখতে পাচ্ছেন। একে বলা হয় “ইহসান” – ইবাদত এমনভাবে করা যেনো আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন।

দ্বিতীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে – আপনি নামাযে যা কিছু পড়ছেন, তাসবীহ, তাহলীল, দুয়া, সুরা, ক্বিরাত – যাই পড়েন না কেনো বা রুকু সেজদা যাই করেন না কেনো – মনোযোগের সহিত করবেন। এমন যেনো না হয় – মন্ত্রের মতো পড়ে গেলেন আর যন্ত্রের মতো কাজগুলো আদায় করে গেলেন। অথচ আপনার মন পড়ে রয়েছে অন্য দিকে যেমনঃ
আপনার প্রিয় খেলোয়াড় কত রান করলো, কে কয়টা গোল দিলো, ব্যবসা ভালো না মন্দ যাচ্ছে, কেনাবেচা ঠিকমতো হচ্ছে কিনা, আড্ডা, বন্ধু বা নাটক সিনেমা, সিরিয়ালের কোন চরিত্র কি করছে ইত্যাদি। আর তখন দেখবেন, নামায কয় রাকাত করেছেন কিনা মনে করতে পারছেন না, সিজদা ২-৩ বার করে ফেলবেন।

আপনি যখন “আল্লাহু আকবার” বা আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ বলবেন তখন, যেনো এর অর্থের দিলে লক্ষ্য রেখে, অন্তরে আল্লাহর প্রতি সম্মান, ভয় ও ভালোবাসা রেখে সেটা বলবেন, বলার মধ্যে যেনো দায়সারা ভাব না থাকে।

রুকু যখন করবেন, সিজদা যখন করবেন – শরীর ও অংগ প্রত্যংগের মাঝে ভয় বিনয় ও নিজেকে আল্লাহর সামনে নত করার উদ্দেশ্যে করছেন – এই কথা মাথায় রেখে করবেন।

আর যেই দুয়া ও সুরা পড়ছেন, সেইগুলোর অর্থ বুঝে বুঝে সেই অনুযায়ী তেলাওয়াত করবেন বা বলবেন। যা বলছেন সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে বলবেন – তোতাপাখির মতো মন্ত্র জপ করবেন না।


ছোটোবেলার মতো নোট করে সূরার অর্থগুলো মুখস্থ করুন। এতে আপনার সুরার অর্থটা যেমন জানা হলো, আর ভবিষ্যতে যখন নামাযে তেলাওয়াত করবেন – তখন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা ভাবনা করে, বুঝে তেলাওয়াত করবেন। এইভাবে প্রত্যেকটা বিষয় যখন আপনি বুঝে শুনে বলবেন, যা বলছেন এবং যা করছেন সেই দিকে মনোযোগ দিয়ে করবেন – তখন দেখবেন মন অন্য দিকে যাবেই না বা গেলেও সাথে সাথে মনোযোগ ফিরিয়ে আনা কঠিন হবেনা