Thursday, April 26, 2012






শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠের উত্তর পূর্ব কোনে একটি ফলক রয়েছে, এটি ধানমন্ডি ৯নং সড়ক। এতে লেখা আছে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব সড়ক, সৌজন্যে: সাউথ ইস্ট ব্যাংক এবং এটির তত্ত্ববধায়ক ঢাকা সিটি কর্পোরেশন। অন্যদেশে হলে এই মহান ব্যক্তিত্বের ম্যুরালে মানুষ ফুল দিতো। ফুল না দেই , নূন্যতম পরিস্কার তো রাখা যায়! কিন্তু প্রতিদিন এখানে ফেলা হচ্ছে বর্জ্য! প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাতায়ত করে তাদের  মধ্যে রয়েছেন পরিবেশবাদী , এনজিও , সংবাদ মাধ্যম কর্মী , সংসদ সদস্য সহ নানা শ্রেনী পেশার লোক। কারও নজরে  পড়ে না এই অনাচার ?!! সংবাদপত্র কি কেবল লাশের গল্প লেখার জন্য ??? তাহলে আমাদের বিবেকের লাশের গল্পও
একবার লিখুন...

মাগো 
তবে তাই হোক!
আমার শরীর ভরে গ্লানির চিহ্ন এঁকে 
সুখি হোক নাগরিক লোক।

সেদিন বুলেট ছুঁড়ে এ পাঁজর ভেঙ্গেছিল 
ভিনদেশী হায়েনার দল ,
তুমি কি ছুঁড়বে আর , তোমার যেটুকু আছে 
ছুঁড়ে দাও মুত্র ও মল। 

প্রানের ভাষার দাম মিটিয়েছি প্রান দিয়ে
সে ভাষায় করো কলরব।
কখনো একুশ এলে ক্ষনেক লজ্জা পেও
তারপর ভুলে যেও সব।

এটাই আমাদের দেশ, আমাদের স্বাভাবিক চরিত্র।
সবাই আমরা এই চরিত্রের অংশীদার। আমাদের চেতনা দিবস উদযাপনেই সীমাবদ্ধ। এই কারণে আমরা এতটা  সংকীর্ণ।




No comments:

Post a Comment