Sunday, January 22, 2012

বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বিশ্লেষণ



বিভিন্ন দেশ তার নাগরিকদের জন্য ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশ সরকারও তার নাগরিকদের জন্য সম্প্রতি ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করেছে। অনেক দেরীতে হলেও এটি বাংলাদেশ সরকারের একটি ভাল উদ্যোগ।
আমাদের আইডি কার্ডে কার্ডের পরিচয় সূচক ১৩টি নম্বর রয়েছে। এই ১৩টি নম্বরের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। আসুন জেনে নিই এই ১৩ টি নম্বর কি কি অর্থ বহন করে।
যেমন উদাহরণস্বরূপ একটি আইডি কার্ড নম্বর নেয়া যাক-
৮৪২৮৭০৮১৪৮৩৩৭ (আমার আইডি কার্ড)
*** এখানে প্রথম ২টি ডিজিট হচ্ছে জেলা কোড। যেমন এখানে ৮৪ হচ্ছে রাংগামাটি জেলার কোড।
*** এর পরবর্তী ডিজিট হচ্ছে ২। ২ কোডটি ব্যবহৃত হয় পৌর এলাকা বোঝানোর জন্য। এখানে ১ থাকার অর্থ পল্লী এলাকা, ৩ থাকার অর্থ শহর এলাকা, ৫ থাকার অর্থ ক্যান্টঃ বোর্ড, ৯ থাকার অর্থ সিটি কর্পোরেশন।
*** পরবর্তী ২টি ডিজিট হচ্ছে উপজেলা কোড। এক্ষেত্রে ৮৭ হচ্ছে রাংগামাটি সদর উপজেলা কোড।
*** পরবর্তী ২টি ডিজিট হচ্ছে পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড। এখানে ০৮
*** পরবর্তী ৬টি ডিজিট হচ্ছে ব্যক্তিগত আইডেন্টিফিকেশন নম্বর।

No comments:

Post a Comment