Sunday, January 8, 2012

ঘোর আঁধারে..

 
পৃথিবী যখন ঘোর আঁধারে..
মানবতা একে বারে নিঃশ্ব।

রাসূল তোমার আগমনে
আলোকিত হলো সারা বিশ্ব।

পথ হারা মুসাফির তোমার ডাকে
খোজে পেল সত্যের সন্ধান।

শএুরা হয়ে গেল বন্ধু সবে
শুরু হল মুক্তির জয়গান।

বঞ্চিত অসহায় ফির পেল অধিকার
পাল্টে গেল গোটা দৃশ্য।

পৃথিবী যখন ঘোর আঁধারে..
মানবতা একে বারে নিঃশ্ব।

No comments:

Post a Comment