Sunday, January 8, 2012

..... " কেন ভালবাসি ".....

ভালবাসা সবসময় কাছে টানে না দূরেও ঠেলে দেয়। কথাটা পড়েছিলাম অনেক আগে।
অর্থ বুঝিনি তখন। কিন্তু এর অর্থ যে আমাকে উপলব্ধি করতে হবে  মুহূর্তে মুহূর্তে তা কে ভেবেছিল। এত যাতনা সহ্য করি কী করে।
অনেকবার চিন্তা করেছি তাকে কেন ভালবাসি। এর উত্তর খুঁজে পায় নি।
তার কী আমার ভাল লাগে তা ভাবেছি অনেক। পেয়েছি সামান্য্  কিছুই। ভাল লাগে না এমন অনেক কিছুই পেয়েছি।
তাকে পাবনা কখনো এজন্যই কি তাকে ভালবাসি ????????       তা না হলে  কেন  ?????????


No comments:

Post a Comment