Friday, March 1, 2013

ইতিহাসের কালো দিন ২৮-২-২০১৩


ইতিহাসের একটি কালো দিন ২৮-২-২০১৩
এই দিনে আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদীর মত আল্লাহর ওলী, বিশ্ব মুফাসসীরে কোরআন কে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অবৈধ ট্রাইবুনাল মিথ্যা অভিযোগে ফাঁসির রায় দিয়েছে

ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে
সর্বশেষ খবর সারাদেশে এখনো পুর্যন্ত মোট ৮৩ খুন তার মধ্যে শিবির ৬৫, পুলিশ ১২, বিজিবি ১, লীগ ৫
দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে । সারাদেশে আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়েছে শত শত মানুষ। থানা অবরোধ, পুলিশ ফাঁড়ি ঘেরাও, রেললাইন উপড়ে ফেলা, যানবাহন ভাংচুরসহ পুরো দেশ হয়ে পড়েছে রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারাদেশে পুলিশ, র্যাব,
বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি, এপিবিএন ও রিজার্ভ পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রাস্তায় নেমেছে সেনাবাহিনী।

১. রংপুর 8(৮)
২.সিরাজগঞ্জ 2
৩.চট্টগ্রাম 2
৪.কক্সবাজার 4
৫.চাপাইনবাবগঞ্জ 2
৬.দিনাজপুর 1
৭.বগুড়া 1
৯.গাইবান্ধা 4
১০. নোয়াখালী 7
১১.মৌলভীবাজার 4
১২. B. Baria : 5
১৩.সাতক্ষীরা 11
১৪.ঠাকুরগাঁও 5
15. noagaon : 1
16: jamalpur : 1
17: laxmipur: 4
18: Feni : 1

No comments:

Post a Comment