যেদিন হারিয়ে যাবো অজানায়
রেখে একা তোমাকে
সেদিন হয়তো মনের অজান্তেই
খুঁজবে এই আমাকে।
যেদিন চলে যাবো আমি
তোমায় ছেড়ে বহু দুরে
সেদিন কাঁদবে তুমি চুপি চুপি
লুকিয়ে একলা ঘরে।
যখন পৃথিবী ছেড়ে আমি
না ফেরার দেশে চলে যাবো
তখন তোমার মনের আয়নায়
হয়তো স্মৃতি হয়ে ভাসবো।
যখন তোমার লিখা বন্ধু কবিতা
একা বসে তুমি পড়বে
তখন অবশ্যই এই আমাকে
স্মরন তুমি করবে।
তোমার হৃদয়ে প্রতিনিয়ত লেখা থাকবে এই নামটি-
-(collected)
No comments:
Post a Comment