Tuesday, January 3, 2012

!!! গুনীজনদের বাণী !!!!

 
*উড়ো কথা লোকের কাছে বলিও না এবং যে কথা সকলে বলে তাহার প্রতিবাদ করিও না, করিলে তোমার নির্বুদ্ধিতা প্রকাশিত হইবে । -হযরত আলী (রাঃ)
* বন্ধুত্ব গড়া, মাটির উপরে মাটি দিয়ে নিজের নাম লিখার মতো সহজ আর
বন্ধুত্ব টিকিয়ে রাখা , পানির উপরে পানি দিয়ে নিজের নাম লিখার মতই কঠিন । -হযরত ওমর(রাঃ)
* গর্ব না করাই গর্বের বিষয় । বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক ।  -প্লেটো
তোমার যদি কোনো সমালোচক না থাকে, তবে জেনো, তোমার কোনো সাফল্যও নেই -ম্যালকম ফ্রোবেস
* সাফল্য একটি মইয়ের মত এবং কেউ কখনই পকেটে হাত রেখে মইয়ে উঠতে পারেনি" -জিগলার

No comments:

Post a Comment