Tuesday, January 3, 2012

♥!! ভালবাসা মানেই ভয় !! ♥


যখন কোন ছেলে কোন মেয়েকে দেখে
তখন সে মেয়েটার সাথে কথা বলতে ভয় পায়
যখন কথা হয় তখন সে ভয় পায় তাকে পছন্দ করতে
যখন সে মেয়েটাকে পছন্দ করে ফেলে তখন সে ভয় পায়,মেয়েটাকে ভালবাসতে ।
আর একবার যখন সে মেয়েটাকে ভালবেসে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে হারাতে …

No comments:

Post a Comment