তাকে বলিনি কতটা ভালবাসি
সে বোঝে নি তার অস্তিত্ব আমার কাছে কি ;
সে জানে না তার সুখ গুলো আমার চোখের জল এর বিনিময় এ চাওয়া
কিন্তু তুমি তো বোঝ সৃষ্টিকর্তা , তুমি তো জানো......
তবে কেন আমার এ নিরবে কষ্ট পাওয়া , নিরবে কেঁদে যাওয়া ?
হয়তো তার কাছে হবে না যাওয়া , হবে না তাকে পাওয়া
তাকে আমার ভালবাসার কথাগুলি হবে না শোনানো ;
দিন শেষে , সূর্যের ওই রক্ত আবীর এ মিশে
নাইবা হল তার সাথে হারিয়ে যাওয়া ।
নাইবা হারালাম দুজন কোন দূর অজানায়;
তাতে কি? জীবন তো এখানেই শেষ নয়
শেষ নয় তো আমার এ ভালবাসার ।
কেউ আম্রে মাইরালা
ReplyDelete