"বন্ধুত্ব" বলতে আমরা আসলে কি বুঝি ?
||
||
||
দুই বন্ধু মরুভুমি এর মদ্ধ দিয়ে হাঁটছিল একসময়
তাদের মধ্যে কোন এক বিষয়
নিয়ে কথা কাটাকাটি হয় আর এক বন্ধু আরেক
বন্ধুকে থাপ্পড় দেয় যাকে থাপ্পড় দেয়া হয় সে কষ্ট
পায় কিন্তু সে অপর জনকে কিছুই না বলে বালু
তে লিখে রাখে “ আজ আমার সবচে প্রিয় বন্ধু
আমাকে থাপ্পড় মেরেছে” তারা এরপর আবার
হাটতে থাকল যতক্ষণ না তারা একটা জলাধার এর
সন্ধান পেল! তারা সেখানে গোসল করার সিদ্ধান্ত
নিল হঠাৎ যে বন্ধুটি থাপ্পড় খেয়েছিল
সে চোরাবালিতে পরে ডুবে যেতে থাকল কিন্তু অপর
বন্ধু তাকে উদ্ধার করলো !! এর পর বন্ধুটি এক
পাথর এ লিখল “ আজ আমার সচে প্রিয় বন্ধু
আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে “
এটা দেখে অপর বন্ধু যে তার বন্ধুকে একবার থাপ্পর
দিয়েছিলো আর পরে আবার তার জীবন বাচাল
সে জিজ্ঞেস করলো “ আমি যখন তোকে একবার
মারলাম তখন তুই বালিতে লিখলি কিন্তু যখন
তোকে বাচালাম তখন পাথর এ লিখলি কেন??
অপর বন্ধুর উত্তর “ যখন কেউ আমাদের আঘাত
করে তখন সেটা আমাদের বালিতে লিখা উচিৎ
যাতে ক্ষমা এর বাতাস সেটা মুছে দিতে পারে কিন্তু
যখন কেউ আমাদের জন্য ভালো কিছু
করে সেটা আমাদের পাথরে লিখে রাখা উচিৎ
যাতে কোন কিছু টা মুছে দিতে না পারে” তাই সবাই সবার সম্পর্ক কে শ্রদ্ধা
করুন .... বিশেষ করে সত্যিকার বন্ধুত্ব কে ..... সামান্য কোন ভুল
বোঝাবুঝিতে যেন কারো বন্ধুত্তের সম্পর্কে কালোমেঘে ছেয়ে না যায় !!!
-সংগৃহীত।
No comments:
Post a Comment