নখ দেখে রোগের উপসর্গ!!
শরীরের বিভিন্ন উপসর্গ নখে প্রকাশ পায়, এ কারণে চিকিৎসকদের রোগ নির্ণয় করতে সুবিধা হয় ।
১। শরীরে রক্তশূন্যতা হলে নখ ফ্যাকাশে হয়ে যায় অথবা নখ চামচের মত আকৃতি হয়ে নিচু হয়ে যেতে পারে এমনকি ক্ষয় হয়ে নখ ভেঙ্গে যেতে পারে ।
২। জন্ডিসের পূর্ব লক্ষণ হিসাবে আপনার নখ হলুদ হয়ে যেতে পারে ।
৩। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নখ নীল হতে পারে ।ডাক্তারি ভাষায় একে সায়ানসিস বলে ।
৪। নখের উপরিভাগ অনেক সময় গোলাকার আকার ধারণ করে । একে ক্লাবিং বলে । ফুসফুস ,হার্ট ,লিভার এবং অন্ত্রের কিছু বিশেষ অসুখে ক্লাবিং হয়ে থাকে ।
৫। নখের নিচে অনেক সময় সরু এক চিলতে রক্তপাত দেখা যায় । একে বলা হয় স্প্লিনটার হেমরেজ । এটি হার্টের রোগের উপসর্গ ।
৬। কিডনির রোগের কিছু উপসর্গ হিসাবে নখের উপর সাদা সাদা দাগ হতে পারে ।
৭।কিছু অসুখে নখের উপর খাঁজ তৈরি হতে পারে এবং নখ ভেঙ্গে যেতে পারে ।
নখের প্রতি যত্নবান হউন । নখের কোন পরিবর্তন লক্ষ করলে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন ।
No comments:
Post a Comment